সুর চড়ছে সীমান্তে, লাদাখে ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ভারত
Continues below advertisement
লাদাখে এবার ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ভারতীয় সেনা। পূর্ব লাদাখে মোতায়েন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বায়ুসেনাও। সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানাল এনএনআই। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি উড়ছে চিনা যুদ্ধবিমান, খবর সূত্রের। তাই চিনা যুদ্ধবিমানের মোকাবিলায় তৈরি রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র।
Continues below advertisement
Tags :
India-China Cnflict ABP News Live Bengali LAC ABP Ananda LIVE India China Faceoff Missile Abp Ananda Ladakh