ভারত না চিন? যুদ্ধের ময়দানে কে এগিয়ে কে? কী বললেন বিশেষজ্ঞরা?
Continues below advertisement
সীমান্তে ড্রাগনের হুংকার। বিশেষজ্ঞদের মতে, সামরিক শক্তির দিক দিয়ে চিন ভারতের থেকে অনেকটাই এগিয়ে। হার্ভার্ড কেনেডি স্কুলের বিশেষজ্ঞরা ভারতকে তুলনামূলক বিচারে পিছিয়ে রাখতে একদমই রাজি নয়। চিন আধুনিকতার নিরিখে অনেক এগিয়ে থাকলেও যুদ্ধের ময়দানের চিনের অভিজ্ঞতা অনেকটাই কম। সেদিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।
Continues below advertisement
Tags :
Indo-Chin Face Off ABP News Live Bengali India China Conflict ABP Ananda LIVE Arms China Abp Ananda India Ladakh