চিন যদি উচ্চ পর্যায়ে নেওয়া সিদ্ধান্ত মেনে চলত, তাহলে এই পরিস্থিতি এড়ানো যেত, জানাল বিদেশমন্ত্রক
Continues below advertisement
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পূর্ব লাদাখের পরিস্থিতি প্রশমিত করতে ভারত ও চিন সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে।...১৫ জুন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের তরফে একতরফাভাবে স্থিতবস্থা পরিবর্তনের চেষ্টা হওয়ায়, সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। দু’তরফের লোকসান হয়েছে। চিন যদি উচ্চ পর্যায়ে নেওয়া সিদ্ধান্ত মেনে চলত, তাহলে এই পরিস্থিতি এড়ানো যেত। ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সবসময় নিজের ভূখণ্ডেই সমস্ত কার্যকলাপ চালায়। চিনও সেটাই করবে বলে আমরা আশা করি। আমরা আলোচনার মধ্যে দিয়েই সীমান্তে শান্তি বজায় রাখার পক্ষে বিশ্বাসী। আমরা আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।
Continues below advertisement
Tags :
MEA ABP Ananda Ladakh Stand-Off India Attack China Today Indian Army Death Indo-China Faceoff China Killed Indian Soldiers China News LAC ABP Live ABP Ananda LIVE India China News