ভারত-চিন সংঘাত: কেন আমেরিকা বারবার মধ্যস্থতা হতে চাইছে? কী স্বার্থ?
Continues below advertisement
সমস্যা মেটাতে বারবার আমেরিকার এগিয়ে আসছে। এতে আমেরিকার কী স্বার্থ রয়েছে, প্রশ্ন তুললেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দোপাধ্যায়। তিনি জানান, ইতিমধ্যে চিন একটা ইনফ্লুয়েন্স এরিয়া তৈরি করার চেষ্টা করছে সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং সংলগ্ন যত এলাকায়, যেখানে চিনের প্রভাব মারাত্মক হবে। পাশাপাশি জলপথ এবং আকাশ পথে সক্রিয়তা বাড়াচ্ছা তারা। ফলে এতদিন আমেরিকার যে প্রভাব ছিল সেটা কমে যাচ্ছে।
Continues below advertisement
Tags :
Jyotirmoy Banerjee Indo-China Conflict India China China America Abp Ananda India Donald Trump