ভারত চিন সীমান্তে উত্তেজনা কমাতে আজ ভারত-চিন সচিব পর্যায়ে বৈঠক
Continues below advertisement
আজ ভারত-চিন দু'দেশের সচিব পর্যায়ে বৈঠক। ভারত চিন সীমান্তে উত্তেজনা কমাতে এই বৈঠক হচ্ছে। সূত্রের খবর, দ্বিপাক্ষিক সম্পর্কে আস্থা বাড়ানোই এই বৈঠকের উদ্দেশ্য। আলোচনা হতে পারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়েও। এর আগে গতকাল দুদেশের মধ্যে ১১ ঘণ্টা ধরে কমান্ডার স্তরে ম্যারাথন বৈঠক হয়। সূত্রের খবর, দিল্লির দাবি মেনে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে পিছু হটতে রাজি হয় চিন।
Continues below advertisement
Tags :
India - China India China War Border India China Ladakh Indo-China Conflict ABP Live Abp Ananda