ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১২ লক্ষ, বাড়ল সুস্থতার হারও

Continues below advertisement
ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা।  আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ছাড়াল।  আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন।  গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫। অর্থাত্‍, একদিনে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৭২০ জন।  যা এখনও পর্যন্ত রেকর্ড। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,  দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের। গতকাল ওই সংখ্যাটা ছিল ২৮ হাজার ৭৩২। অর্থাত্‍, একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এটাও রেকর্ড। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৭ জন।  গতকাল ওই সংখ্যাটা ছিল ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৫৫৭ জন। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ১৮ শতাংশ। মৃত্যুহার ২ দশমিক ৪১ শতাংশ।
মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ওই রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৫৬ জনের। গতকাল ওই সংখ্যা ছিল ১২ হাজার ২৭৬। একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮০ জনের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram