করোনা: মৃত্যুর সংখ্যার নিরিখে ইতালিকে টপকে বিশ্ব-তালিকার পঞ্চম স্থানে ভারত

Continues below advertisement
আনলক থ্রি-র একদিন আগে দেশে উদ্বেগজনক হারে বাড়ল করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। করোনায় মৃত্যুর সংখ্যার নিরিখে ইতালিকে টপকে বিশ্বের তালিকার ৫ নম্বরে উঠে এল ভারত।  আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছাড়াল।  একদিনে আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড।  গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।  ভারতে একদিনে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৭৯ জন।  

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে  ৩৫ হাজার ৭৪৭ জনের।  সে জায়গায় ইতালিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ১৩২।  ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৭৭৯ জনের।  মৃত্যুর হার ২.১৮ শতংশ।  
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram