India vs Australia: আইপিএল-এর ফলেই উন্নতি হচ্ছে ভারতীয় ক্রিকেটের, মত লক্ষ্মীরতন শুক্লর

Continues below advertisement
গাব্বায় সূর্যোদয়। চোট-আঘাত জর্জরিত ভাঙা টিম নিয়ে ৩ উইকেটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করল রাহানের টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে ৩২৮ রানের টার্গেট তাড়া করে অবিশ্বাস্য জয়। সিরিজ জয় ২-১ এ। এই নিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতের। 
শুভমন গিলের নিখুঁত ব্যাটিং আর পূজারার ডিফেন্স মসৃণ পথেই এগিয়ে নিয়ে যাচ্ছিল দলকে। ৯১-এ গিলকে ফেরান লিয়ন। হ্যাজেলউডের একের পর এক বাউন্সার সামলে দূর্ভেদ্য ডিফেন্স গড়ে তোলেন পূজারা। অন্যপ্রান্তে রাহানেকে ২৪ রানে তুলে নেন কামিন্স। এরপর, পূজারার সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে তোলেন ঋষভ। অর্ধশতরান করে পূজারা ফেরার পর যোগ দিলেন ওয়াশিংটন। রঙ বদলাল শেষ ঘণ্টায়। ঝড় তুললেন ঋষভ। নির্ভীক ক্রিকেট খেলে অলৌকিক জয় এনে দিলেন রাহানেদের। তাঁর ব্যাটে এল ৮৯ রান।
তরুণ ক্রিকেটারদেরই কৃতিত্ব দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। তাঁর মতে, আইপিএল-এর ফলে উপকৃত হচ্ছে ভারতীয় ক্রিকেট। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram