অর্থনীতিতে করোনার ধাক্কা! চলতি বছরে বৃদ্ধির সম্ভাব্য হার থাকবে -৪.৫%,পূর্বাভাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার
Continues below advertisement
দেশের অর্থনীতিতে করোনার জোর ধাক্কা। চলতি বছরে বৃদ্ধির সম্ভাব্য হার থাকবে -৪.৫% , পূর্বাভাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। কোভিড ফিরে আসবে ধরলে আরও তলানিতে বৃদ্ধি। কোভিড ফিরবে ধরলে, বৃদ্ধি নামতে পারে -৭.২ শতাংশে। পুঁজি এবং শ্রমের হিসেবে উৎপাদন ক্ষেত্রেও পড়েছে প্রভাব। প্রভাব পড়েছে খনি শিল্পেও। দুই ক্ষেত্রে আয় কমতে পারে ২.৭ লক্ষ কোটি টাকা পর্যন্ত, পূর্বাভাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।
Continues below advertisement