আমলাতন্ত্রের জটিলতায় সেনাবাহিনী কোনওদিনই চাহিদা অনুযায়ী জিনিসপত্র পায় না, বললেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস
Continues below advertisement
অস্ত্রশস্ত্র কেনায় ৩ বাহিনীকে আর্থিক ক্ষমতা। সীমান্তে চিনা আগ্রাসনের চেষ্টা হলেই কড়া জবাব। এলএসিতে প্রয়োজনে গুলি চালানোর অনুমতি। গুলি চালানোর অনুমতি এতদিন না থাকায় বড় ধরনের যুদ্ধ বা ছোটমাপের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। গালওয়ান উপত্যকার ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি জায়গাতেই এই নির্দেশ দেওয়া হলে ভাল হয়। অস্ত্রশস্ত্র কেনার জন্য ৫০০ কোটি টাকা হল বটে, কিন্তু আমলাতন্ত্রের জটিলতায় সেনাবাহিনী কোনওদিনই চাহিদা অনুযায়ী জিনিসপত্র পায় না, বললেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস।
Continues below advertisement
Tags :
Colonel Prithwi Ranjan Das Financial Power To The Forces India - China Border Faceoff ABP News Live Bengali Indo-China Conflict ABP Ananda LIVE Abp Ananda