এখন আন্তর্জাতিক স্তরে চিনকে কোণঠাসা করার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় ভারত, মন্তব্য ব্রিগেডিয়ার দেবাশিস দাসের
Continues below advertisement
এখন আন্তর্জাতিক স্তরে চিনকে কোণঠাসা করার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় ভারত। অস্ট্রেলিয়া, জাপান সহ বেশিরভাগ দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভাল। লাদাখে পরিকল্পনা করেই হামলা চালিয়েছে চিন। তবে ভারতের সেনা দারুণ প্রতিঘাত করায় ঘাবড়ে গিয়েছে চিন। কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিক শক্তি প্রদর্শন করা উচিত ভারতের। মন্তব্য ব্রিগেডিয়ার দেবাশিস দাসের।
Continues below advertisement
Tags :
Brigadier Debashish Das. ABP Ananda Live India - China Border Faceoff India China Ladakh ABP News Live Bengali Indo-China Conflict Indian Soldiers Killed Abp Ananda