চিনের সঙ্গে সংঘাতের মধ্যেই রাশিয়ার কাছ থেকে ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব বায়ুসেনার
Continues below advertisement
গালওয়ান উপত্যকায় কোনও জওয়ান নিখোঁজ নেই। চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর সবাই উদ্ধার। নিহত ও আহত জওয়ানদের উদ্ধার করে সেনাবাহিনী। নিউইয়র্ক টাইমসের দাবি খারিজ করে জানাল সেনা। লাদাখ সংঘর্ষের পর কয়েকজন ভারতীয় জওয়ান নিখোঁজ। দাবি করে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস।
অন্যদিকে, চিনের সঙ্গে সংঘাতের মধ্যেই যুদ্ধবিমান কেনার তোড়জোড়। রাশিয়ার কাছ থেকে ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব বায়ুসেনার। তালিকায় আছে মিগ-২৯ এস এবং সুখোই যুদ্ধবিমান। সূত্রের খবর, ৩৩টি যুদ্ধবিমান কিনতে লাগবে ৬ হাজার কোটি টাকা।
Continues below advertisement
Tags :
Fighter Plane India - China Border Faceoff India China Ladakh ABP News Live Bengali Indo-China Conflict ABP Ananda LIVE Indian Air Force Abp Ananda