কী কী নিয়ে চিনকে একঘরে করতে পারে ভারত? বলছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়
Continues below advertisement
প্রায় ৪৫ বছর পর ভারত এবং চিনের প্রকৃত রেখার মধ্যে ফের সংঘর্ষ। কী কূটনৈতিক পদক্ষেপ করলে চিনকে একঘরে রাখা যাবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যো তির্ময় বন্দ্যোপাধ্যায় জানালেন, করোনা নিয়ে তদন্ত খুব শীঘ্রই শুরু হবে, সেটা নিয়ে ভারত উৎসাহ দিতে পারে ভালো করে তদন্ত করার জন্য। এটাতে চিনের আপত্তি থাকতে পারে, কারণ এটা আরম্ভ হয়েছে চিন থেকে। রাষ্ট্র সংঘকে চিনের বিরুদ্ধে নালিশ করতে পারে। ওখানে অনেক দেশ আছে যারা চিনকে পছন্দ করে না। সব থেকে বড় হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান আর ভারত এরা অনায়াসে চিনকে চাপের মুখে রাখতে পারে বলে জানিয়েছেন তিনি।
Continues below advertisement
Tags :
Jyotirmoy Banerjee China Killed Indian Soldiers India China Ladakh ABP Live Indian Soldiers Killed China Abp Ananda India