প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুলি: ‘প্ররোচনা না থাকলে পদক্ষেপ করে না ভারতীয় সেনা’, মন্তব্য প্রাক্তন সেনা কর্নেল কৌশিক সরকারের

প্ররোচনা না থাকলে ভারতীয় সেনারা কখনও পদক্ষেপ  করে না। আমাদের সেনা যে তৎপর, তা চিনা সেনারা ঠিক বুঝে গেছে, জানালেন প্রাক্তন সেনা কর্নেল কৌশিক সরকার।  সূত্রেঅনুযায়ী, ভারত-চিন সংঘাতের আবহে এবার পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চলল গুলি। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সেনা। সতর্ক করতে ভারতীয় সেনার তরফে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় লাল ফৌজও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola