'ঝুঁকি নিয়েছিলেন পাইলট', কোঝিকোড়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মত বিশেষজ্ঞের
Continues below advertisement
কেরলের কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় পাইলট সহ ১৪ জনের মৃত্যু। অবতরণের সময় ১৯১ জন যাত্রীকে নিয়ে রানওয়েতে পিছলে গেল বিমান। "বৃষ্টির কারণে টাচডাউনের সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এধরণের অ্যাক্সিডেন্ট হয়। হাইড্রোপ্ল্যানিং প্রযুক্তি থাকলে এধরণের ঘটনা এড়ানো যায়," জানালেন পাইলট ক্যাপ্টেন পি ভৌমিক। "এটা ঝুঁকিপূর্ণ কাজ হয়েছে বলেই আমার মনে হয়, কারণ ল্যান্ডিংটা পাইলটের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে," জানালেন এটিসির প্রাক্তন অফিসার মলয় দত্ত।
Continues below advertisement
Tags :
123 Injured In Flight Crash 14 Deaths In Flight Crash Piolot Death ABP Live Runway Air India Abp Ananda Flight Crash Karipur Airport Kerala Kozhikode