জেএনইউ: হস্টেলে হামলাকাণ্ডের প্রতিবাদে মিছিল পড়ুয়াদের
Continues below advertisement
জেএনইউ-র হস্টেলে হামলাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল পড়ুয়াদের। ক্যাম্পাস থেকে বেরিয়ে মিছিল যাবে মান্ডি হাউস পর্যন্ত। সেখান থেকে ফের মিছিল করে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কার্যালয় পর্যন্ত যাবেন পড়ুয়ারা।মিছিলের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি, আগেই জানিয়েছে পুলিশ। মিছিল রুখতে মান্ডি হাউসের আগেই তৈরি করা হয়েছে ব্যারিকেড। মিছিলকে শাস্ত্রী ভবন পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পর্যন্ত রাস্তায় ২টি ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। রাস্তাতেও মোতায়েন রয়েছে বাহিনী। হস্টেলে হামলার পর ৪ দিন কেটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই ১৫০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে ফেস-আইডি টেকনোলজির ব্যবহার করছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
Continues below advertisement