একদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দর মূর্তি উন্মোচন করছেন মোদি, অন্যদিকে বিক্ষোভে উত্তাল বামপন্থী পড়ুয়ারা
Continues below advertisement
একদিনে ভার্চুয়াল মাধ্যমে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। ঠিক সেই সময়ে মোদি সরকারের নীতির বিরুদ্ধে বামপন্থী ছাত্র বিক্ষোভে ক্যাম্পাস। এই আবহেই প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বার্তা, মতাদর্শের চেয়েও বড়ো দেশ। মতাদর্শের সংঘাতের অসংখ্য দৃশ্যের সাক্ষী এই ক্যাম্পাস। স্বামী বিবেকানন্দর মূর্তি উন্মোচন করে কেন্দ্রের নতুন শিক্ষানীতি এবং আত্মনির্ভরতার প্রসঙ্গে জোরাল সওয়াল করেন প্রধানমন্ত্রী।
মতাদর্শের সংঘাতের অসংখ্য দৃষ্টান্তের সাক্ষী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দেশের এই এলিট শিক্ষা প্রতিষ্ঠানে বরাবরই বামপন্থী পড়ুয়াদের দাপট। আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-র সঙ্গে তাদের সংঘাত বেধেছে বারবার।
Continues below advertisement