সকালের শিরোনাম: ভিড় নিয়ন্ত্রণে অফিস টাইমে ৯৫ শতাংশ লোকাল পূর্ব রেলের, অধিকারী বাড়িতে প্রশান্ত কিশোর
অফিস টাইমে এবার ৯৫ শতাংশ লোকাল চালাবে পূর্ব রেল। রাজ্যের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত। দ্বিতীয় দিনেও উধাও দুরত্ববিধি, ট্রেন থেকে পরে আহত বৃদ্ধ। আলিপুরদুয়ারে দিলীপের কনভয়ে হামলা, প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ, পিছনে তৃণমূল, দাবি দিলীপের। এক বিক্ষোভকারীর ছোড়া পাথর গাড়িতে, জানাল পুলিশ। শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যেই এবার অধিকারী বাড়িতে প্রশান্ত কিশোর। কথা শিশির অধিকারীর সঙ্গে। দলে আরও গুরুত্বপুর্ন পদ ও নেত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব পিকের, খবর শুভেন্দুর পরিবার সুত্রে। ইস্তফার ইচ্ছেপ্রকাশ বেচারাম মান্নার, সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ তৃণমূল শীর্ষ নেতৃত্বের। স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর সুব্রত বক্সীর ফোন। আলোচনায় মিটেছে সমস্যা, দাবি তৃণমূলের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, ফের এসেছে জ্বর। বেড়েছে হৃদস্পন্দন, কমেছে রক্তচাপ। দেওয়া হল ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। আত্মনির্ভর ভারত গড়তে কোভিড ভ্যাকসিনের ৯০০ কোটি বরাদ্দ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। অভিনেতা আসিফ বসরার রহস্যমৃত্যু। লাদাখের পরিবর্তে জম্মু-কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয়েছে লে-কে। অভিযোগে ট্যুইটারকে নোটিস তথ্য প্রযুক্তি মন্ত্রকের, জবাব তলব।