'৩ তারিখে ভাঙচুর হয়নি জেএনইউর সার্ভার রুমে' আরটিআই-এর জবাবে চাঞ্চল্যকর তথ্য, '৩ তারিখের এফআইআর ৫ তারিখে কেন?' প্রশ্ন ঐশীর

জেএনইউ-কাণ্ডে নতুন করে মাথাচাড়া দিল বিতর্ক। একটি আরটিআই-এর জবাবে জেএনইউ জানিয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহে সার্ভার রুমে কোনও ভাঙচুরই হয়নি। তাহলে ঐশীদের বিরুদ্ধে অভিযোগ কীসের ভিত্তিতে? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। ‘জানুয়ারির প্রথম সপ্তাহে জেএনইউয়ের সার্ভার রুমে ভাঙচুর হয়নি’। আগে ৩ জানুয়ারি সার্ভার রুমে তাণ্ডবের দাবি কর্তৃপক্ষের। আরটিআইয়ের প্রশ্নের জবাব এবার ভিন্ন দাবি কর্তৃপক্ষের। ‘৩ জানুয়ারি থেকে ২দিন বন্ধ ছিল সার্ভার রুম’ । বিতর্ক উস্কে আরটিআইয়ের প্রশ্নের জবাব বিশ্ববিদ্যালয়ের। ‘৩ তারিখ নয়, অন্য আরেক দিন সার্ভার রুমে ভাঙচুর’। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এফআইআরের দাবি কর্তৃপক্ষের। ৩০১জন বিদেশি ছাত্রও নথিভূক্ত থাকার দাবি কর্তৃপক্ষের। ৮২ বিদেশি ছাত্র নথিভূক্ত না থাকার অভিযোগ খারিজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola