কেরলে অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলার ঘটনায় রাজ্য সরকারের সমালোচনায় বাবুল, দোষীদের মৃত্যুদণ্ড দাবি রাজীবের

Continues below advertisement
কেরলে অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দেশব্যাপী পশুপ্রেমীদের ক্ষোভ, প্রতিবাদের মুখে আজ এই আশ্বাস দিয়েছেন কেরলের বনমন্ত্রী কে রাজু।  সেইসঙ্গেই তিনি জানান, আগে বলা হচ্ছিল, মল্লপুরমে ওই ঘটনা ঘটেছে। তা ঠিক নয়। মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে পালাক্কড়ে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও জানিয়েছেন, ঘটনায় কড়া পদক্ষেপ করবে প্রশাসন।  কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, কেন্দ্র ওই ঘটনা মোটেই হালকাভাবে নিচ্ছে না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা কেরলে হাতি মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, কোনও প্রাণীর সঙ্গেই নিষ্ঠুর আচরণ করা যায় না। গত ২৭ মে ওই ঘটনা ঘটে। কেউ বা কারা অন্তঃসত্ত্বা ওই হাতিটিকে বাজি ভর্তি আনারস খেতে দেয়। তা মুখে তোলার পরই হাতির মুখের মধ্যে ফেটে যায় বাজি। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, যন্ত্রণায় নদীর জলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতিটি। পরে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, এই প্রথম নয়, এপ্রিলেও কোল্লামে একটি হাতিকে বাজি ভর্তি খাবার খাইয়ে মারা হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram