Kerala: সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করলে পাঁচ বছরের জেল, কেরলে পাশ সংশোধনী
Continues below advertisement
তুমুল বিরোধিতার মধ্যেই বিতর্কিত কেরল পুলিশ আইনের সংশোধনী অর্ডিন্যান্সে স্বাক্ষর করলেন রাজ্যপাল Arif Mohammad। এর ফলে কেরলে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করলে পাঁচ বছর পর্য়ন্ত জেল হতে পারে। অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা দুটোই হতে পারে। বিরোধীদের অভিযোগ, এই আইনের বলে বাকস্বাধীনতা এমনকী, সংবাদমাধ্যমের স্বাধীনতাও বিপন্ন হবে। অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী Pinarayi Vijayan-র দাবি, মহিলা ও শিশুদের বিরুদ্ধে বাড়তে থাকা সাইবার অপরাধ রুখতেই এই সংশোধন। পি চিদম্বরম ট্যুইট করে জানিয়েছেন, নয়া সংশোধনী তাঁকে স্তম্ভিত করে দিয়েছে।
Continues below advertisement
Tags :
Arif Mohammad Police Act Amendment Row Cybercrime ABP Ananda LIVE Pinarayi Vijayan Abp Ananda Kerala