Morning Headlines: আজ Bankura-য় মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র প্রশাসনিক জনসভা, রাজ্যে তুঙ্গে BJP-TMC-র ‘ভাইপো’ তরজা

Continues below advertisement

Bankura সফরে মুখ্যমন্ত্রী। আজ Khatra-য় প্রশাসনিক জনসভা। মঙ্গলবার Administrative Meeting। সাংসদ-বিধায়কদের কাদা ছোড়াছুড়ি আটকাতে সফর, কটাক্ষ Dilip Ghosh-র। নিজের দল সামলান, পাল্টা Partha Chatterjee।
ইলিশ উৎসব থেকে প্রোমোটিং-তোলাবাজি, Sadhan Pandey-র নিশানায় Paresh Pal। কেন চুপ শীর্ষ নেতৃত্বর? প্রশ্ন ক্রেতা সুরক্ষা মন্ত্রীর। দুর্নীতিতে অভিযুক্ত সাধনই, পাল্টা পরেশ।
আমন্ত্রণ বিতর্কে বিজেপির বিজয়া সম্মেলনী বয়কট শোভনের। বৈশাখী ফোন তোলেননি, দাবি দিলীপের। ফোন আসেনি, পাল্টা বৈশাখী। মমতা ছাড়া কার দৌড় কতটা জানি, কটাক্ষ পার্থর।
মঙ্গলবার Corona Vaccine নিয়ে Modi-র সঙ্গে Virtual Meeting মমতার। আগামী মাসেই কলকাতায় শুরু NICED-র কোভ্যাকসিন ও স্কুল অফ ট্রপিক্যালের কোভো ভ্যাক্সের ট্রায়াল।
রাজ্যে শীতের আমেজ। বাড়তে পারে করোনা সংক্রমণ, আশঙ্কা চিকিৎসকদের। বিধি মেনে চলার পরামর্শ।
কবিল সিব্বলের পর কংগ্রেস হাইকম্যান্ডের বিরুদ্ধে মুখ খুললেন গুলাম নবি আজাদ।
ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করার অভিযোগ। লেক থানা এলাকা থেকে গ্রেফতার CA। রাজনীতির কারণে গ্রেফতার, আক্রমণ রাজ্যপালের।
কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ২৬ নভেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক বামেদের, জেলায় জেলায় মিছিল। আন্দোলন না করলে ঐক্য হয় না, দাবি Biman Basu-র। ইস্যুতে সমর্থন, ধর্মঘটে নয়, পাল্টা পার্থ।
ডিসেম্বরের শুরুতেই খুলে যেতে পারে মাঝেরহাট ব্রিজ, চলছে লোড টেস্ট।
নাগরোটাকাণ্ডে উধমপুর থেকে আটক ৪ সন্দেহভাজন। ত্রালে গ্রেফতার JeM Militants। মান্ধের সেক্টরে ভারতীয় আকাশসীমায় পাক ড্রোন। নৌসেরা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি।
ড্রাগ-তদন্তে কমেডিয়ান ভারতী সিংহর পর গ্রেফতার তাঁর স্বামী। মাদক নেওয়ার কথা কবুল দু’জনেরই, খবর এনসিবি সূত্রে। ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram