ক্র্যাশ ল্যান্ডিংয়ের আগে ইঞ্জিন বন্ধ করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন পাইলট, তাই ২ টুকরো হয়েও আগুন ধরে যায়নি কোঝিকোড়ের বিমানে
ক্র্যাশ ল্যান্ডিংয়ের আগে বিমানের ইঞ্জিন বন্ধ করে দিয়ে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছিলেন চালক। তাই খাদে পড়ে দু’টুকরো হওয়ার পরও আগুন লাগেনি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে সেই সম্ভাবনার কথা, জানা গেছে খবর সূত্রে।
Tags :
ABP News Live Bengali Kozhikode Plane Crash ABP Ananda LIVE Abp Ananda Kerala Kozhikode Airport