লাদাখে পরিস্থিতি শান্ত করতে ভারত-চিনের সেনা আধিকারিকদের বৈঠক আজ

Continues below advertisement
কূটনৈতিক স্তরে আলোচনার পর লাদাখে পরিস্থিতি শান্ত করতে ভারত ও চিনের সেনা আধিকারিকরা বৈঠকে বসছেন। আজ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চুসুল মোলডোতে বৈঠকে বসছেন ভারত ও চিনের সেনা আধিকারিকরা।  ভারতের তরফে বৈঠকে থাকছেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিংহ।  গতকালই দু’দেশের বিদেশ মন্ত্রক স্তরে আলোচনা হয়।  সেই ভিডিও কনফারেন্সে উভয়পক্ষই আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর ওপর জোর দিয়েছেন।  সেই প্রেক্ষিতেই আজকের বৈঠক।  সূত্রে খবর, ভারতের তরফে বৈঠকে দাবি তোলা হতে পারে, এপ্রিলের শুরুতে পূর্ব লাদাখে নিয়ন্ত্রণরেখায় চিনের সেনা যে অবস্থানে ছিল, সেখানে তারা ফিরে যাক।  লাদাখের গালোয়ান ভ্যালি, হট স্প্রিং, সহ কিছু জায়গায় চিনের সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দাঁড়িয়ে আছে।  ভারত চায়, চিনের সেনা সেখান থেকে পিছিয়ে যাক।  বৈঠকের ঠিক আগে, লাদাখ অঞ্চলে চিনা সেনার কমান্ডারকে সরিয়ে দিয়ে শু চিলিং নামে এক সেনা কর্তাকে এনেছে বেজিং। সূত্রের খবর, শু চিলিং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘনিষ্ঠ।  গত ২৬ মে শি জিনপিং চিনের সেনাবাহিনীকে যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছিলেন।  তারপর থেকেই পরিস্থিতি এই এলাকায় উত্তপ্ত।  
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram