কোন পথে সমাধান? আজ ফের ভারত-চিন সেনাস্তরের বৈঠক
Continues below advertisement
ভারত-চিন সংঘাতের আবহে আজ ফের দু’ দেশের মেজর জেনারেল পর্যায়ের বৈঠক। গতকালও উভয় দেশের সেনা কর্তাদের মধ্যে তিনঘণ্টা বৈঠক হয়। এদিকে, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা চিন নিজেদের বলে দাবি করায়, পাল্টা জবাব দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, দু’ দেশের বিদেশমন্ত্রীদের কথা হয়েছে। আলোচনায় স্থির হয়েছে, দায়িত্বশীল আচরণ এবং সমঝোতার ভিত্তিতে গোটা পরিস্থিতি মোকাবিলা করা হবে।
Continues below advertisement
Tags :
India China Border Crisis Ladakh Tension India-China Face-off India China Stand Off India-China Border Tension