দিল্লি হিংসা: আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তপ্ত জায়গাগুলিতে, জানালেন যুগ্ম কমিশনার
Continues below advertisement
দিল্লির পরিবেশ এখন উত্তপ্ত। বিভিন্ন জায়গায় পাথরবৃষ্টি শুরু হয়ে গেছে এবং গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার বলেন, "আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তপ্ত জায়গাগুলিতে"।
সিএএ-আন্দোলন ঘিরে সকাল থেকে ফের উত্তপ্ত রাজধানী। গত তিনদিন ধরে চলা সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে দিল্লির মৌজপুরে পাথরবৃষ্টি, দুটি গাড়িতে আগুনধরায় বিক্ষোভকারীরা। মুখ ঢেকে পাথর ছুড়তে দেখা যায় কয়েকজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রহ্মপুরীতেহয় পুলিশের ফ্ল্যাগ মার্চ। নামানো হয়েছে র্যাফ। সমস্ত বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। গতকাল রাতে রাজধানীর পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র সচিব, দিল্লির পুলিশ কমিশনার ও আইবি-র আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্য দিকে, অশান্তির আশঙ্কায় জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, গোকুলপুরী, জহরি এনক্লেভ ও শিব বিহার - দিল্লি মেট্রোর এই ৫টি স্টেশন আজও বন্ধ রাখা হয়েছে। উত্তর-পূর্ব দিল্লি জুড়ে জারি করা হল ১৪৪ ধারা।
সিএএ-আন্দোলন ঘিরে সকাল থেকে ফের উত্তপ্ত রাজধানী। গত তিনদিন ধরে চলা সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে দিল্লির মৌজপুরে পাথরবৃষ্টি, দুটি গাড়িতে আগুনধরায় বিক্ষোভকারীরা। মুখ ঢেকে পাথর ছুড়তে দেখা যায় কয়েকজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রহ্মপুরীতেহয় পুলিশের ফ্ল্যাগ মার্চ। নামানো হয়েছে র্যাফ। সমস্ত বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। গতকাল রাতে রাজধানীর পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র সচিব, দিল্লির পুলিশ কমিশনার ও আইবি-র আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্য দিকে, অশান্তির আশঙ্কায় জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, গোকুলপুরী, জহরি এনক্লেভ ও শিব বিহার - দিল্লি মেট্রোর এই ৫টি স্টেশন আজও বন্ধ রাখা হয়েছে। উত্তর-পূর্ব দিল্লি জুড়ে জারি করা হল ১৪৪ ধারা।
Continues below advertisement
Tags :
Delhi Joint CP Zafarabad Shaheen Bagh Abp Ananda CAA Maujpur Delhi Jafrabad Delhi North East Delhi Delhi Amit Shah