ইয়েস ব্যাঙ্কের সিইও রানা কপূরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি, দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা
Continues below advertisement
টাকা নয়ছয়-মামলায় ইয়েস ব্যাঙ্কের সিইও রানা কপূরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি। ইয়েস ব্যাঙ্ক কর্তাকে দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা। ইডি সূত্রে খবর, কিছুদিন আগে লন্ডনে যান রানা কপূর। কী কারণে এই সফর তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে, গতকাল ইয়েস ব্যাঙ্ক কর্তার মুম্বইয়ের বাড়িতেও হানা দেন ইডি-র ৬ জন আধিকারিক। রাত ৩টে পর্যন্ত ওরলির ফ্ল্যাটে চলে তল্লাশি। উদ্ধার হয়েছে প্রচুর গুরুত্বপূর্ণ নথি। ইডি-র দাবি, DHFL সংস্থাকে ঋণ দেওয়ার পরিবর্তে রানা কপূরের স্ত্রীর অ্যাকাউন্টে লেনদেন হয়। এছাড়াও, আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে ইয়েস ব্যাঙ্ক কর্তার বিরুদ্ধে।
Continues below advertisement
Tags :
Yes Bank CEO Yes Bank Crisis Rana Kapoor Reserve Bank Of India ED Mumbai Abp Ananda RBI Nirmala Sitharaman