অমিতের মাস্টারমশাই কিং জং উন, জুম অ্যাপে ক্লাস করেন! শাহকে বেনজির আক্রমণ মহুয়ার
করোনা লড়াইয়ে ভারত দৃষ্টান্ত স্থাপন করেছে’, অমিত শাহর দাবির পরেই কটাক্ষ মহুয়া মৈত্রর। ‘করোনা সংক্রমণে ভারত বর্তমানে ৩ নম্বরে। আমেরিকা, ব্রাজিলের পরেই ভারতের স্থান। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারত ভাল অবস্থায় আছে! কিম জং উনের কাছে কি জুমে শিক্ষা নিচ্ছেন?’ অমিতকে কটাক্ষ করে ট্যুইট মহুয়া মৈত্রর।