লকডাউন ২: স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মত চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের
Continues below advertisement
লকডাউন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নির্দেশিকাকে স্বাগত জানালেন চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউনে দেশজুড়ে বিমান, বাস ও ট্রেন চলাচলে জারি থাকবে নিষেধাজ্ঞা। পাশাপাশি বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, কারখানা, রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল ও দেশের সমস্ত পর্যটন কেন্দ্র। কর্মস্থলে ও রাস্তায় বেরোলেই পড়তে হবে মাস্ক। শ্যামাশিসবাবুর কথায়, দেশের জনঘনত্ব এবং করোনার ক্রমবর্ধমান প্রকোপের কথা মাথায় রেখে এই সঠিক সিদ্ধান্ত নিয়েছ কেন্দ্র।
Continues below advertisement
Tags :
Expert. Experts Opinion Bengal Suffers Narenda Modi MHA Guideline Doctor Shyamashish Bandyopadhyay Combating Corona Guideline Corona In West Bengal Lockdown Extension Corona Abp Ananda PM Doctor West Bengal Covid-19