মন কি বাত: ‘কৃষি বিলে আখেরে লাভ কৃষকদেরই’, বিলের পক্ষে জোর সওয়াল নরেন্দ্র মোদির

Continues below advertisement

অকালি দল সঙ্গ ছাড়ার পরও নাম না করে কৃষি বিলের পক্ষে জোর সওয়াল মোদির। দেশকে আরও আত্মনির্ভর হতে হবে। ফসল বিক্রিতে কৃষকরা স্বাধীনতা পেয়েছেন। তাতে আখেরে কৃষকদেরই লাভ হয়েছে। মনের মতো দাম পাচ্ছেন কৃষকরা, ‘মন কি বাত’-এ দাবি প্রধানমন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram