শিরোনাম: প্রোমোটিং বিবাদে আনন্দপুরে শ্যুটআউট. গুলিবিদ্ধ ২, আজ ২ দিনের বঙ্গ সফরে J P Nadaa

Continues below advertisement
১। প্রোমোটিং-বিবাদে রণক্ষেত্র আনন্দপুর। বহুতল থেকে এলোপাথাড়ি গুলি, আহত ২। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। কলঙ্কিত করার চক্রান্ত, পাল্টা তৃণমূল।

২। আজ ফের বাংলায় নাড্ডা (J P Nadda)। কাটোয়ায় কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে কৃষক সুরক্ষা কর্মসূচির সূচনা। বর্ধমান শহরে রোড শো। বহিরাগত বলে ফের কটাক্ষ তৃণমূলের।

3। নন্দীগ্রামে কৈলাসের (Kailash Vijayvargiya) ভাষণ চলাকালীন বিশৃঙ্খলা। হামলার অভিযোগ। 
৪। নন্দীগ্রামের পাল্টা সবংয়ে শক্তিপ্রদর্শন তৃণমূলের। শুভেন্দুকে আক্রমণ।


৫। ভোটে তৃণমূলই ফিরবে। কে গেল, কে যাবে, উপেক্ষা করুন। ঐক্যবদ্ধভাবে পালন করুন দলীয় কর্মসূচি। ওয়ার্কিং কমিটির বৈঠকে বার্তা মমতার। কমিটিতে ৩ নতুন মুখ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram