Morning Headlines: কৃষক ট্রাক্টর র‍্যালিতে দিল্লিতে ধুন্ধুমার, মৃত এক, আহত ৮৩ পুলিশ

Continues below advertisement
১। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালিতে দিল্লিতে ধুন্ধুমার। পুলিশকে ইট, পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস পুলিশের।

২। কৃষক আন্দোলনের আঁচ লালকেল্লায়। প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলনের জায়গায় উড়ল কৃষক সংগঠনের ঝান্ডা।
৩। রণক্ষেত্র রাজধানী। সংঘর্ষ চলাকালীন ট্র্যাক্টর উল্টে মৃত এক কৃষক। ৮টি বাস ও ১৭টি গাড়ি ভাঙচুরের অভিযোগ। আহত ৮৩ জন পুলিশকর্মী। ৪টি মামলা রুজু পুলিশের।

৪। কৃষক আন্দোলনের নামে স্বেচ্ছাচার। ট্যুইটে তোপ অমিত মালব্যর। হিংসা সমাধান নয়, ট্যুইট রাহুলের। দায়ী মোদি-অমিত শাহ। তোপ অধীর-সেলিমের। উদ্বেগজনক-যন্ত্রণাদায়ক। টুইট মমতার।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram