Nargota Encounter: 26/11-এর ধাঁচে শ্রীনগরে হামলার ছক ছিল জঙ্গিদের, জেনে নিন কীভাবে রুখল সেনা
Continues below advertisement
জম্মুর Nagrota-য় সেনা-জঙ্গি Encounter নিয়ে বিস্ফোরক তথ্য। Indian Army সূত্রে খবর, ২৬/১১-র ধাঁচে কাশ্মীরে নাশকতার ছক কষা হয়। মূল ষড়যন্ত্রী মাসুদ আজহারের ভাই। সেনাবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ সাম্বা সেক্টরে অনুপ্রবেশ করে জঙ্গিরা। ৩টেয় জম্মু-পাঠানকোট হাইওয়েতে তারা একটি ট্রাকে ওঠে। রাত ৩টে ৪৪-এ, সাম্বা টোল প্লাজায় এসে দাঁড়ায় অস্ত্র, বিস্ফোরক ও জঙ্গি বোঝাই ট্রাকটি। এর ৩৭ মিনিট পর, Nagrota toll plaza-য় ট্রাক পৌঁছলে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনা সূত্রে খবর, Nagrota টোল প্লাজা পার হওয়ার পর সোজা শ্রীনগরে গিয়ে মুম্বইয়ের ধাঁচে হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। সেনা সূত্রে খবর, জঙ্গিরা কোথায় পৌঁছেছে, কী করছে, P-1 ও P-55 এই দুটি সাঙ্কেতিক নম্বর থেকে মেসেজে আসছিল প্রশ্ন। পাকিস্তান থেকে মেসেজ করা হচ্ছিল, নাকি ভারতেই জঙ্গিদের সঙ্গীরা লুকিয়ে রয়েছে, তা জানতে শুরু হয়েছে তল্লাশি। ওইদিন সেনা-জঙ্গি সংঘর্ষে চার জইশ জঙ্গির মৃত্যু হয়। এই প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী Narendra Modi। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিদেশসচিব ও গোয়েন্দা আধিকারিকরা। সেনার কৃতিত্বকে বাহবা জানিয়ে প্রধানমন্ত্রী Tweet করেছেন। গোয়েন্দাদের কাছে খবর, মুম্বই হামলার বর্ষপূর্তি উপলক্ষে বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা।
Continues below advertisement