নজরে ৯ চটজলদি: কৃষকদের ট্রাক্টর মিছিলে উত্তপ্ত Delhi, বাস ভাঙচুর-পাল্টা পুলিশের লাঠি চার্জ, কাঁদানে গ্যাস
Continues below advertisement
স্বাধীনতা দিবসে লালকেল্লার যে জায়গায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা তোলেন প্রজাতন্ত্র দিবসের সকালে সেই খুঁটিতে চড়ে কৃষক সংগঠনের ঝান্ডা লাগিয়ে দেন হরিয়ানা-পঞ্জাব সহ বিভিন্ন রাজ্য থেকে আসা বিক্ষোভকারী কৃষকরা। এদিন সকালে কুয়াশা কাটতে না কাটতেই রাজধানীর রাস্তা দিয়ে ঝড়ের বেগে এগোতে থাকে একের পর এক ট্রাক্টর। মিছিলের চাপে ভেঙে পড়ে পুলিশের ব্যারিকেড। কখনও আন্দোলনকারীদের দিক থেকে উড়ে আসে ইট-পাথর। কোথাও লাঠি বৃষ্টি করে পুলিশ। দিল্লি ঢেকে যায় পুলিশের কাঁদানে গ্যাসের ধোঁয়ায়। শুধু ট্রাক্টরই নয় আন্দোলনকারীদের অনেকে ছিলেন ঘোড়ার পিঠে। দিল্লির আইটিও (ITO) এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে পড়ে। মুকারবাচকে জেসিবি দিয়ে কয়েকটি ব্যারিকেড উপরে ফেলা হয় বলে অভিযোগ। গাজিপুরের কাছাকাছি ব্যারিকেডের পাশাপাশি বাস দাঁড় করিয়ে রাস্তা কর্ডন করে পুলিশ। কিন্তু তাতেও আটকানো যায়নি। তাঁরা ট্রাক্টর দিয়ে সেই বাসের গায়ে ধাক্কা মারেন বলে অভিযোগ। বাসের কাচও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
Continues below advertisement
Tags :
Tractor Rally Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Delhi