নজরে ৯ চটজলদি: মন্ত্রিত্ব-সহ দলীয় পদে আচমকা লক্ষ্মীরতন শুক্লর ইস্তফা, বিধায়ক থাকলেও, আপাতত রাজনীতি থেকে অব্যাহতি চেয়ে মমতাকে চিঠি

Continues below advertisement
মন্ত্রিত্ব-সহ দলীয় পদে আচমকা লক্ষ্মীরতন শুক্লর ইস্তফা। বিধায়ক থাকলেও, আপাতত রাজনীতি থেকে অব্যাহতি চেয়ে মমতাকে চিঠি।
সাড়ে ৪ বছরের মন্ত্রিত্বে একটিও ফাইল আসেনি। তালিকা দিলেও তৈরি হয়নি নতুন কমিটি। ঘনিষ্ঠমহলে ক্ষোভ লক্ষ্মীর। সমস্যার কথা আগে বলেনি, মন্তব্য সৌগত রায়ের।
লক্ষ্মীর ইস্তফায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখছেন বৈশালী ডালমিয়া। দলের কাছে অশনি সঙ্কেত, মন্তব্য রথীন চক্রবর্তীর। কোনও ক্ষতি হবে না, দাবি অরূপ রায়ের। 
লক্ষ্মীরতনের ইস্তফার কিছুক্ষণের মধ্যেই হাওড়া শহরে তৃণমূলের নতুন সভাপতি ভাস্কর ভট্টাচার্য। ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়তি দায়িত্ব অরূপ বিশ্বাসকে। 
পরপর চারবার। জল্পনা বাড়িয়ে ফের মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত রাজীব বন্দ্যোপাধ্যায়। কারণ হিসেবে অসুস্থতার কথা জানালেন ঘনিষ্ঠমহলে। মন্ত্রিসভার বৈঠকে আরও চার মন্ত্রী গরহাজির। 
লক্ষ্মীর ইস্তফার দিনেই জল্পনা বাড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনার নেতাদের নিয়ে শোভনের সঙ্গে বৈঠক। ব্যক্তিগত সম্পর্কের সাফাই। 
আলিপুরে বিজেপির মিছিলে গরহাজির শোভন চট্টোপাধ্যায়, শারীরিক অসুস্থতার কারণ ক্ষমা চাইলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
কয়লা-গরুপাচারকাণ্ডে সিবিআই নজরে এবার ৩ আইপিএস, রাজ্য পুলিশের ৩ অফিসার। নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ। চলতি সপ্তাহেই তলবের সম্ভাবনা। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram