চটজলদি নজরে ৯টা: দেশের ৪ রাজ্যে পরীক্ষামূলক টিকাকরণ, দেশে একিদনে করোনা আক্রান্ত ২৩,০৬৮ জন

Continues below advertisement
রাজনৈতিক স্বার্থে কৃষকদের বঞ্চনার অভিযোগ। মমতাকে আক্রমণ মোদির। প্রধানমন্ত্রী অর্ধসত্য কথা বলছেন। মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। রাজ্যকে সাহায্য করতে কেন্দ্র কিছুই করেনি। পাল্টা বিবৃতি মুখ্যমন্ত্রীর। কৃষক বিক্ষোভ নিয়ে বাম কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। 'বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ', মন্তব্য মোদির। পাল্টা কটাক্ষ সেলিমের। কোভ্যাক্সিন করোনা ঠেকাতে সক্ষম। ভারতে তৈরি বিশ্বের নজর কাড়ছে। ট্যুইট আইসিএমআর-এর। দেশের ২২টি জায়গায়া এই টীকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। পরীক্ষামূলক ভাবে করোনা ভ্যাক্সিনের টিকাকরণের জন্য  পাঞ্জাব, অসম, গুজরাত ও অন্ধ্র, এই চারটি রাজ্যকে বেছে নিল কেন্দ্র। চূড়ান্ত টিকাকরণের আগে যাতে কোনও সমস্যা না হয় তাই এই পরীক্ষামূলক টিকাকরণ। দেশে একদিনে করোনায় মৃত ৩৩৬ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩,০৬৮। একদিনে সুস্থ ২৪,৬৬১। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১,৪৭,০৯২ জনের। মোট আক্রান্ত ১ কোটি ১ লক্ষ পার। বিশ্বে একদিনে করোনা আক্রান্ত ৮ কোটি ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় মৃত ১২,৭৫১ জন। মোট মৃত ১৭,৪০,৪২৩। মৃত বেড়ে ১৭ লক্ষ ৪০ হাজার, ৪২৩ জন । বিশ্বে মোট করনাজয়ী ৪,৪৬,৫২,৩৭৮ জন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram