PM Kisannidhi Yojana: 'মিথ্যাবাদী প্রধানমন্ত্রী', তীব্র আক্রমণ সেলিমের, 'আপনার হিম্মত নেই কৃষকদের সঙ্গে কথা বলার', কটাক্ষ অধীরের

Continues below advertisement
কিষাণনিধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে একযোগে আক্রমণ করে বাম-কংগ্রেস। সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, 'কোন রাজ্যের কৃষক ১২ হাজার টাকা পেয়েছে? এরকম মিথ্যবাদী প্রধানমন্ত্রী আগে হয়নি কোথাও! এখন আম্বানি-আদানি করছেন।। তখন মমতার দালালি করেছেন।' অধীর চৌধুরী বলেন, 'মোদিজি আপনার দম নেই, হিম্মত নেই আন্দোলনরত কৃষকদের সামনে এসে তাঁদের সঙ্গে কথা বলার।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram