নজরে ৯টা চটজলদি: দেশে একদিনে করোনা আক্রান্ত ১৬,৫০৫, তৃতীয় টেস্টের আগে করোনা নেগেটিভ রোহিত-শুভমনরা

Continues below advertisement
বিজেপি নেতাদের দৌত্যে কাটল না জোট। শেষ পর্যন্ত রোড শোয়ে গেলেন না শোভন-বৈশাখী। বেরোলেন না গোলপার্কের ফ্ল্যাট থেকে। সবাইকে ডাকা হয়েছিল। দাবি কৈলাসের। বিজেপির মিছিলে নেই শোভন-বৈশাখী। ক্ষুব্ধ নেতৃত্ব। মুরলিধর সেন লেনের পার্টি অফিসের ঘরে পড়ল তালা। ওয়াটগঞ্জে মুখোমুখি 'সংঘাত'। বিজেপির রোড শোয়ের রুটেই তৃণমূলের মঞ্চ। উড়ে এল জুতো-ঢিল। পুলিশের তৎপরতায় এড়ানো গেল সংঘর্ষ। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৪ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৬.৫০৫। সুস্থ হয়েছেন ১৯,৫৫৭ জন। দেশে মৃত্যুর হার ১.৪৫%। সুস্থতার হার বেড়ে ৯৬.১৯%। টিম ইন্ডিয়ার জন্য সুখবর। যে পাঁচ ক্রিকেটার রেস্তোরাঁয় খেতে যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল, তাঁদের প্রত্যেকে করোনা নেগেটিভ। তাই তৃতীয় টেস্টে রোহিত, শুভমান, পৃথ্বী, নভদীপদের মাঠে নামতে আর কোনও বাধা রইল না।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram