Narendra Modi at AIIMS inauguration: করোনা থাবা কমছে ঠিকই, তবে ভাইরাস যে কোনও সময় সংক্রমণ বাড়িয়ে দিতে সক্ষম, সাবধানবাণী Narendra Modi-র
Continues below advertisement
চাহিদা অনুসারে দত্তক, অভিযোজন আর প্রসার কী করে করা যায়, ভারত শিখিয়েছে বিশ্বকে। সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা মানবতার সেবা করেছি। এখন ভারতের সেবার পরিকল্পনা রয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্যের কেন্দ্র হয়ে উঠছে ভারত। এদিন দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর পরামর্শ, 'সব ছেড়ে আগে শরীর নিয়ে ভাবতে হবে। আমরা সুস্থ থাকলে, দেশ সুস্থ থাকবে।' নিজেদের ফিট রাখুন, দেশকেও ফিট রাখুন। রাজকোট AIIMS শিল্যানাসে এদিন স্বাস্থ্যকর্মী-চিকিৎসকদের বার্তা দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, 'দেশের চিকিৎসা শিক্ষার বদল আনতে মিশন নিয়ে কাজ চলছে। গুণগত মান বাড়াতে কাজ করা হবে। প্রতি লোকসভা কেন্দ্রের মধ্যে একটা মেডিক্যাল কলেজ গঠন হোক। তাই গত ৬ বছরে মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়েছে।' তাঁর দাবি, '২০২০ স্বাস্থ্য প্রতিবন্ধকতার সাল হলে, ২০২১ স্বাস্থ্য সমাধানের বর্ষ।' এই বছরে বিশ্ব স্বাস্থ্য নিয়ে আরও বেশি সজাগ হয়ে সমাধানের জন্য কাজ করবে। ২০২০ সালে স্বাস্থ্য প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে ভারত যেভাবে কাজ করছে, তা বিশ্ব দেখেছে। স্বাস্থ্যের ভবিষ্যৎ আর ভবিষ্যতের স্বাস্থ্য, এই দুটো ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এমনটাও দাবি করেছেন তিনি।
Continues below advertisement
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Aiims Abp Ananda India Narendra Modi