ফড়নবীশ ও অজিতকে নোটিস সুপ্রিম কোর্টের, ভাঙন আটকাতে সতর্ক কংগ্রেস-এনসিপি-শিবসেনা
Continues below advertisement
সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র মামলার শুনানি শুরু। নিজেদের বক্তব্য জানানোর জন্য কেন্দ্র, মহারাষ্ট্র সরকার, দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পওয়ারকে নোটিস দিয়েছে সর্বোচ্চ আদালত। এছাড়াও, কেন্দ্রের কাছে দু’টি গুরুত্বপূর্ণ চিঠি চেয়েছে সুপ্রিম কোর্ট। একটি বিজেপিকে সরকার গঠনের জন্য রাজ্যপালের আমন্ত্রণপত্র, অন্যটি ফড়নবীশের সমর্থন মেলার চিঠি। এরই মাঝে দলে ভাঙন আটকাতে সতর্ক কংগ্রেস-এনসিপি-শিবসেনা। তিন দলের বিধায়করাই এখন হোটেলে। বিজেপির দাবি, এনসিপি-র বিদ্রোহী নেতা অজিত পওয়ারের সঙ্গে ২৭ জন বিধায়ক আছেন। তাঁদের মধ্যে ১২ থেকে ১৪ জনকে মন্ত্রিপদ দেওয়া হতে পারে। অন্যদিকে, শরদ পওয়ার শিবিরের দাবি, ৫৪ জন দলীয় বিধায়কের মধ্যে ৪৯ জন তাদের সঙ্গে রয়েছে।
Continues below advertisement