করোনা মোকাবিলায় যৌথ উদ্যোগে হেল্পলাইন নম্বর চালু করল কেন্দ্র ও তামিলনাড়ু সরকার, জানালেন রবিশঙ্কর প্রসাদ
কেন্দ্র সরকার ও তামিল নাড়ু সরকারের যৌথ প্রয়াসে একটা আইভিআরএস হেল্পলাইন চালু হয়েছে জানালেন রবি শঙ্কর প্রসাদ । আইআইটি মাদ্রাজ, বিএসএনএল, তামিলনাড়ু সরকার ইত্যাদি সাহায্য করছে এই হেল্পলাইন নম্বরের জন্য। এটি খুব শিগ্রই চালু হবে। এই নম্বরে মিসড কল দিলে আপনার অবস্থান চিহ্নিত করা যাবে। আরোগ্য সেতু হচ্ছে স্মার্ট ফোনে ব্যবহারের জন্য। যাদের কাছে স্মার্ট ফোন নেই তারা ও খুব শীঘ্রই ব্যবহার করতে পারবেন।
Tags :
Fight Against COVID-19 Ivrs IIT-Madras Tamil Nadu Government Bsnl Ravi Shankar Prasad Abp Ananda Coronavirus