New Parliament Building: নতুন সংসদ ভবন আত্মনির্ভর ভারতের প্রতীক হবে, বললেন প্রধানমন্ত্রী
Continues below advertisement
আজ নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন ভবন তৈরি হলে লোকসভা কক্ষ ও রাজ্যসভা কক্ষের আয়তন অনেকখানিই বাড়বে। ভূমি পুজোর পর হয় শিলান্যাস। সব ধর্মের প্রার্থনাসভারও আয়োজন করা হয়। নতুন এই সংসদ ভবন তৈরিতে খরচ হবে ৯৭১ কোটি টাকা। নতুন ভবনে লোকসভায় বসতে পারবেন ৮৮৮ জন। রাজ্যসভায় বসার আসন থাকবে ৩৮৪টি। এখন লোকসভায় ৫৪৩ জন সাংসদ বসতে পারেন। রাজ্যসভায় ২৪৫ জন সাংসদের বসার আসন রয়েছে।
শিলান্যাসের পর প্রধানমন্ত্রী বলেন, 'পুরনো সংসদ ভবনে দেশের প্রয়োজনগুলো পূরণের জন্য কাজ হয়েছে। নতুন ভবনে ভারতের আকাঙ্খা পূরণ হবে। ইন্ডিয়া গেটের আগে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল যেমন রাষ্ট্রীয় পরিচয় বানিয়েছে তেমনই সংসদের নতুন ভবন নতুন পরিচয় স্থাপন করবে। দেশের লোক নতুন ভবন দেখে গর্ব করবে। স্বাধীন ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এটি নির্মাণ করা হচ্ছে।'
শিলান্যাসের পর প্রধানমন্ত্রী বলেন, 'পুরনো সংসদ ভবনে দেশের প্রয়োজনগুলো পূরণের জন্য কাজ হয়েছে। নতুন ভবনে ভারতের আকাঙ্খা পূরণ হবে। ইন্ডিয়া গেটের আগে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল যেমন রাষ্ট্রীয় পরিচয় বানিয়েছে তেমনই সংসদের নতুন ভবন নতুন পরিচয় স্থাপন করবে। দেশের লোক নতুন ভবন দেখে গর্ব করবে। স্বাধীন ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এটি নির্মাণ করা হচ্ছে।'
Continues below advertisement