বাচ্চার দুধ আনতেও যেতে দেয়নি যোগীর পুলিশ, বিস্ফোরক দাবি হাথরসে নির্যাতিতার পরিবারের
Continues below advertisement
হাথরসকাণ্ডে নানা প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা উঠছে, তা হল সিটের ভূমিকা নিয়ে। ছোট্ট একটা বাড়ি, আর তাকে ঘিরে প্রায় ২০০ পুলিশকর্মী। অভিযোগ, গত ৪৮ ঘণ্টা এভাবেই ঘরবন্দি অবস্থায় কাটাতে হয়েছে নির্যাতিতার পরিবারকে। এমনকি মেলেনি বাচ্চার দুধ আনতে যাওয়ার ছাড়পত্রও। গতকাল তদন্ত করতে আসেনি সিটের কোনো সদস্যই। বিস্ফোরক দাবি নির্যাতিতার পরিবারের।
Continues below advertisement
Tags :
ABP Ko Mat Roko Hathras Media Ban Hathras Rape ABP Live Uttar-Pradesh Yogi Adityanath Abp Ananda Hathras