ABP News

‘কর্মীদের সঙ্গে যোগাযোগ নেই হাইকমান্ডের’, Kapil Sibbal-র পর এবার বিস্ফোরক কংগ্রেস নেতা Gulam Nabi Azad

Continues below advertisement

আমাদের দলের পরিকাঠামো ভেঙে পড়েছে। দলের ভেতরে খুব তাড়াতাড়ি পরিবর্তন প্রয়োজন। Kapil Sibbal-র পর এবার Gulam Nabi Azad। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য Congress-র শীর্ষ নেতার। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গুলাম নবি বলেন, কর্মীদের সঙ্গে এখন আর যোগাযোগ নেই হাইকমান্ডের। সভাপতির পদে বসার মতো দলে কোনও লোক নেই। বিদ্রোহ মানে একজনকে সরিয়ে আর একজনকে বসানো। এটা কোনও বিদ্রোহ নয়। সংস্কারের জন্যই এটা প্রয়োজন। দলের পরিকাঠামো গড়ে তুলতে এটা প্রয়োজন। পাশাপাশি গুলাম নবি আরও বলেন, দলে পদের গুরুত্ব বোঝাতে নির্বাচন প্রয়োজন। নির্বাচিত হলে নিজেদের দায়িত্ব বুঝবেন পদাধিকারীরা। এসি ঘরে বসে ভোটে জেতা যায় না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola