‘ভারতে ফিজিক্সের সঙ্গে সংস্কৃত আর অঙ্কের সঙ্গে সঙ্গীত পড়া বিলাসিতা, মূর্খরাই এমন সিলেবাস বানায়’
Continues below advertisement
৩৪ বছর পরে জাতীয় শিক্ষানীতিতে বদল। নতুন জাতীয় শিক্ষানীতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বদলে ফিরছে শিক্ষামন্ত্রক। নতুন জাতীয় শিক্ষানীতিতে ‘গুরুত্বহীন’ মাধ্যমিক। স্নাতকে অনার্স কোর্স ৪ বছর পর্যন্ত। ১ অথবা ২ বছরে স্নাতকোত্তরের সংস্থান। নতুন শিক্ষানীতিতে উঠছে এম ফিল। দ্বাদশে কলা এবং বিজ্ঞানে উঠছে তফাৎ। পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষা। অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষায় ঐচ্ছিক। নতুন শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষার অধিকার। ২০২৫-এর মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত। নতুন শিক্ষানীতিতে উচ্চশিক্ষা ক্ষেত্রে এখন থেকে পড়ুয়াদের আরও সুযোগ। এই শিক্ষানীতির সমালোচনায় শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।
Continues below advertisement
Tags :
Ministry Of Human Resource And Development Renamed Education Policy 2020 National Education Policy Ministry Of Education Abp Ananda