হাতিকে ধাক্কা মেরে বেলাইন পুরী-সুরাত এক্সপ্রেস, জেনে নিন বিস্তারিত
Continues below advertisement
ওড়িশায় (Odisha) দুর্ঘটনার কবলে পড়ল পুরী-সুরাত এক্সপ্রেস (Puri-Surat Express)। ইস্ট কোস্ট রেল (East Coast Railways) সূত্রে খবর, ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়। সেই সময় লাইন চ্যুত হয়ে যায় ট্রেনটি। ওড়িশা সম্বলপুর ডিভিশনে হাতিবাড়ি ও মানেসরের মধ্যে গতকাল গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ইঞ্জিনের ছয়টি চাকা লাইন চ্যুত হয়। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীরা কেউ আহত হননি। এই দুর্ঘটনার কারণে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
Continues below advertisement