Modi Attacks Bengal Government: মোদির নাম হবে, তাই কৃষক সম্মান নিধি চালু হয়নি এক রাজ্যে...নাম না করেই মোদির নিশানায় বাংলার সরকার

Continues below advertisement

বারাণসীর সভা থেকে প্রধানমন্ত্রীর নজরে বাংলা। Narendra Modi-র নাম হবে, তাই একটি রাজ্য এখনও কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেনি। নাম না করে তৃণমূল সরকারকে আক্রমণ। বাংলার কৃষকরা মুখ্যমন্ত্রীর মমতা থেকে বঞ্চিত নন, পাল্টা জবাব তৃণমূলের। স্থান বারাণসী, কিন্তু নজর বাংলায়। আসছে ভোট, তার আগে BJP-র শীর্ষ নেতৃত্বের মুখে ঘুরে ফিরে একটাই প্রশ্ন, কেন বাংলায় কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করল না Mamata Banerjee-র সরকার। পাল্টা জবাব দিয়েছে TMC-ও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram