Morning Headlines: দিলীপের 'খোকাবাবু' বনাম সৌগতর 'দুধবাবু' , তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা, সঙ্গে আরও খবর

Continues below advertisement

কৃষক নিধি সম্মান নিয়ে বারাণসীতে সভাতেও Narendra Modi-র নজরে বাংলা। কেন্দ্রীয় প্রকল্প কার্যকর না, নাম না করে TMC-কে আক্রমণ। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মোদির নিশানায় তৃণমূল। টাকা দেবে রাজ্য, নাম কিনবে তৃণমূল? হতে পারে না, পাল্টা কটাক্ষ Sovandeb Chatterjee-র।  সাতগাছিয়া সভা থেকে গুন্ডা বলে আক্রমণ, অভিষেককে নোটিশ Dilip Ghosh-র। তিন দিনের মধ্যে মন্তব্য প্রত্যাহারের দাবি। যাত্রায় এসব ভালো লাগে, পাল্টা তৃণমূল। শুভেন্দুর পর এবার মদনের মুখেও কপ্টার-লিফট। মহিষাদলের পর এবার নিজের বিধানসভা কেন্দ্রে Svendu Adhikari। হলুদ পতাকায় অনুগামীদের মিছিল। বহিরাগত ইস্যুতে ফের আক্রমণে তৃণমূল। বিজেপির সঙ্গে বাংলার আত্মিক যোগই নেই, অভিযোগ ইন্দ্রনীলের। সম্পর্ক আছে বলেই লোকসভায় ১৮ আসনে জয়, পাল্টা দিলীপ। আজ থেকে ২ মাসের জন্য শুরু 'দুয়ারে দুয়ারে সরকার' প্রকল্প। উপকৃত হবেন ১০ কোটি, দাবি ইন্দ্রনীল সেনের। সরকারি টাকায় পার্টির প্রচার, বুঝে নেবেন জনতা, হুঁশিয়ারি দিলীপের। কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে রাজঘাটে মোদি। গঙ্গার ঘটে লেজার শো। কাশি-প্রয়াগরাজ হাইওয়ের উদ্বোধন করে বিশ্বনাথ মন্দিরে মোদি, সঙ্গে যোগী আদিত্যনাথ। গঙ্গার ঘটে দেব দীপাবলি পালন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram