হামলা করতে পারে চিন! লাদাখে সেনাবাহিনীর কৌশল ঠিক করতে বৈঠক মোদির
Continues below advertisement
চিনা ও ভারতীয় সেনার মধ্যে সংঘাতের পরিস্থিতিতে থমথম করছে লাদাখ। এর মধ্যে মঙ্গলবার লাদাখ নিয়ে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দু’দফা বৈঠক করেন তিনি। লাদাখে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে এবং সেনাবাহিনীর কৌশল ঠিক করতে প্রথমে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে। কূটনৈতিক অবস্থান ঠিক করতে তারপর প্রধানমন্ত্রী আলাদাভাবে বৈঠক করেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গেও। প্রধানমন্ত্রীর আগে এ দিন লাদাখ নিয়ে তিনবাহিনীর প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা।
Continues below advertisement
Tags :
National Security Adviser Ajit Doval Eastern Ladakh Chief Of Defence Staff General Bipin Rawat Bipin Rawat India-China Border Tension Ajit Doval Abp Ananda Narendra Modi PM Modi