'ট্রাকের থেকে প্রায় ১৭০০ টাকা কম খরচে বিভিন্ন রাজ্যে ফসল পাঠানো যাবে', ১০০তম কিষাণ রেলের উদ্বোধন করে জানালেন মোদি
Continues below advertisement
সোমবার ১০০তম কিষাণ রেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত এই ট্রেন চলবে। প্রধানমন্ত্রী বলেন, 'কিষাণ রেল থেকে দেশের কৃষকরা উপকৃত হবেন। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে ফসল পাঠানো যাবে। আগে ট্রাকে ফসল যেতে দেরি হত। কিন্তু এই ট্রেনে তাড়াতাড়ি ফসল পাঠিয়ে দেওয়া যাবে। এই ট্রেন রাস্তায় বিভিন্ন রাজ্যের বড় স্টেশনে দাঁড়াবে। সেখানকার কৃষকরাও চাইলে অর্ডার পাঠাতে অথবা ফসল নামাতে পারবেন। ট্রাকের থেকে প্রায় ১৭০০ টাকা কম খরচ করে কিষাণ রেলে ফসল পাঠানো যাবে।'
Continues below advertisement